শিরতি: লিবিয়ায় কর্নেল গাদ্দাফির জন্মস্থান সিরতের হাজার হাজার অধিবাসী ভয়ে শহর ছাড়তে শুরু করেছেন। সারি সারি গাড়িতে চড়ে তারা শহর ছেড়ে চলে যাচ্ছেন।
এ শহরসহ আর ২টি শহর গাদ্দাফির অনুগত বাহিনীর হাতছাড়া করতে পারলেই লিবিয়ার বিদ্রোহী বাহিনীর হাতে গাদ্দাফির আমল শেষ হবে বলে সংবাদ মাধ্যম জানাচ্ছে। খবর বিবিসি-র।
খবরে জানা গেছে, রোববার থেকে প্রাইভেটকার, বাস, ট্রাকে করে সিরতে শহরবাসী ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) নিরাপত্তা চৌকি পার হয়ে অজানা গন্তব্যে পাড়ি জমাচ্ছেন।
এদিকে, এনটিসি জানিয়েছে, তারা বাকি শহরবাসীদেরও শহর থেকে চলে যাওয়ার সুযোগ দেবেন। এর পর পরই তারা শিরতি শহরে চরম হামলা হানবে।
শহর ত্যাগ করার আগে শিরতি অধিবাসী সাংবাদিকদের জানান, শহরে বিদ্যুৎ নেই, খাবারের চরম সঙ্কট চলছে। তারা আরও জানান, গাড়িগুলোতে মাত্র অল্প জ্বালানি রয়েছে।
বিবিসির সাংবাদিক জোনাথন হেড জানান, শহরত্যাগীদের খুব কমই মুখ খুলতে রাজি হয়েছেন। কারণ, কমবেশি সবাই তারা গাদ্দাফির সমর্থক।
শহরত্যাগীদের একজন আহমেদ হুসাইন সংবাদ মাধ্যমকে জানান, ‘আমরা শহর ত্যাগ করতে বাধ্য হয়েছি। কারণ, যে কোনো সময় বোমা হামলা শুরু হয়ে যেতে পারে। ’
এদিকে, সিরতেতে অবস্থানরত রেডক্রসের কর্মীরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে এখন ওষুধের প্রয়োজন হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১১