পানি, পয়নিষ্কাশন এবং পরিচ্ছন্নতা বা ওয়াশ কর্মসূচি জোরদারে এবং শিশু নিরাপত্তা নিশ্চিতে ৬ মাসের জন্য এই সহায়তা দিয়েছে দেশটি। এই অর্থ তারা ব্যয়ের জন্য তুলে দিচ্ছে জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) হাতে।
এ বিষয়ে রোববার (১৫ অক্টোবর) ইউনিসেফের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানের জরুরি এই তহবিল রোহিঙ্গাদের গুরুতর মানবিক সংকট মোকাবেলায় ব্যয় হবে। এই অর্থে ২৪ হাজার ৮০০ শিশুর ওয়াশ সুবিধা নিশ্চিত করা হবে এবং ৬০ হাজার রোহিঙ্গা পরিবার সরাসরি বা পরোক্ষভাবে এর সুফল ভোগ করবে।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাবিরোধী জাতিগত নিধনযজ্ঞ শুরু করার পর এখন পর্যন্ত সম্প্রদায়টির ৫ লাখ ৩৬ হাজার লোক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের সহায়তায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আর্থিক অনুদান দিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে জাপান এই অনুদান দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এইচএ/