ম্যাকডোনাল্ডসের কফিসে ভাসছে তেলাপোকার পা
বিশ্বখ্যাত চেইন ফাস্টফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডসের কফিতে ভাসমান অবস্থায় মিললো তেলাপোকার পা। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। দেশটির আনাচে-কানাচে ভরা ম্যাকডোনাল্ডসের আউটলেট। এদের বার্গার ও কফি বেশ জনপ্রিয় সেখানে।
সম্প্রতি একজন কাস্টমার ব্যাংককের লোটাস রামা-৪ আউটলেটে যান কফি পান করতে। অর্ডার করেন ক্যাপাচিনো।
কফি সামনে আসলে দেখতে পান তাতে ভাসছে বাদামি রঙের পোকার পা। প্রথমে তিনি কফির গ্লাস ময়লা ভেবে কাউন্টারে নিয়ে গেলে সেখানে আরও কতগুলো পা আবিষ্কার হয়।
অভিযোগ পেয়ে সেখানকার ওয়েটাররা আরও এক কাপ কফি আনলে তাতেও তেলাপোকার পা মেলে। এতে বিস্মিত হন ওই গ্রাহক। পরে তিনি ফেসবুকে বিষয়টি ছবিসহ শেয়ার করলে ভাইরাল হয়ে যায়।
ঘটনার দুদিন পর ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ ঘটনা জন্য দুঃখপ্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।