ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকিরা ব্যর্থ হলে পুনরায় অভিযান চালানো হবে: মার্কিন সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০
ইরাকিরা ব্যর্থ হলে পুনরায় অভিযান চালানো হবে: মার্কিন সেনা কর্মকর্তা

ওয়াশিংটন: ইরাকের নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও সেখানে অভিযান চালাবে। রোববার ইরাকে নিয়োজিত যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কমান্ডার জেনারেল রে ওদিয়ের্নো এ কথা বলেন।



তবে এরকম দৃশ্যকল্প অসম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

রোববার সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জেনারেল রে ওদিয়ের্নো বলেন, “দেশের ক্রমবর্ধমান সন্ত্রাসকে দমন করার মতো সামর্থ্য নেই ইরাকের পুলিশ ও সেনা বাহিনীর। তারপরও আমরা চাই, তারা এখন প্রস্তুত হবে এবং দিন দিন উন্নতি লাভ করবে। ”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইরাক থেকে যুক্তরাষ্ট্রের শেষ কমব্যাট ব্রিগেড প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর আগামী ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে এই অভিযান শেষ হবে। ইরাকি নিরাপত্তা বাহিনীকে কেবল পরামর্শ ও  সহায়তা দেওয়ার জন্য ৫০ হাজার সেনাসদস্য সেখান অবস্থান করছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।