ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সশস্ত্র ড্রোন ব্যবহার করবে ভারত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
সশস্ত্র ড্রোন ব্যবহার করবে ভারত

প্রতিরক্ষা শক্তিকে আরও আধুনিকায়ন করতে সশস্ত্র ড্রোন ব্যবহার করতে চায় ভারত। এজন্য যুক্তরাষ্ট্র থেকে এই বিশেষ ড্রোন কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

নয়াদিল্লির সেই আগ্রহের বিবেচনা করছে ওয়াশিংটন। ইতোপূর্বে চালকহীন অত্যাধুনিক নজরদারি ড্রোন ভারতকে বিক্রি করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র।

যাতে খরচ পড়ার কথা প্রায় আট বিলিয়ন ডলার।

সশস্ত্র ড্রোন দক্ষিণ এশিয়ার এই দেশটির প্রতিরক্ষা শক্তি কয়েকগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের ২৬ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ২২টি চালকহীন নজরদারি ড্রোন বিক্রির তথ্য দেয় ওয়াশিংটন। ভারত মহাসাগরে তদারকি কাজে সেগুলো ব্যবহার করবে নৌ বাহিনী।

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দেশটির প্রশংসা করে বলেন, পুরো বিশ্বে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতের। আরও বৃহত্তর ক্ষেত্রে নয়াদিল্লির অংশীদারিত্ব আমরা সুনিশ্চিত করতে চাই। প্রতিরক্ষায় ভারত আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।