ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার হুমকি দিলেন আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১
ইসরায়েলে হামলার হুমকি দিলেন আসাদ

দামেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো সিরিয়াতে হামলা করলে ইসরায়েলে হামলা করা হবে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

সিরিয়াতে ন্যাটোর সম্ভাব্য হামলা নিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী আহমেত দাভুতগলুর সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে বাশার আল আসাদ এই হুমকি দেন।

তিনি বলেন, ‘তেলআবিবে হামলার জন্য গোলান উপত্যকায় কয়েক‘শ রকেট পাঠাতে আমার ছয় ঘণ্টার বেশি লাগবে না। ’

ইরানের একটি বার্তা সংস্থা জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ন্যাটোর হামলার জবাবে মধ্যপ্রাচ্যে বিশেষ করে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন।

আলোচনার সময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিরিয়ার প্রতি হুমকির বার্তা আসাদকে বারবার স্মরণ করিয়ে দেন।

তবে ইরানি ওই বার্তা সংস্থার পরিবেশিত খবর অন্য কোনো সূত্রের ভিত্তিতে যাচাই করা যায়নি।

ওই বার্তা সংস্থা জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট লেবাননের শিয়া রাজনৈতিক গোষ্ঠী হেজবুল্লাহকেও ইসরায়েলের বিরুদ্ধে এমন রকটে ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আহ্বান জানিয়েছেন, যা ইসরায়েলের গোয়েন্দারা কখনও কল্পনাই করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।