নিউইয়র্ক: বিক্ষোভকারীদের ওপর নিপীড়নের অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন এবং রাশিয়া।
১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই নিন্দা প্রস্তাবে ৯টি সদস্যদেশ সমর্থন দিলেও ৪টি দেশ মঙ্গলবারের ওই প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকে।
এর ফলে, দামেস্কের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অবরোধ আরোপ সংক্রান্ত খসড়া প্রস্তাবটির বিরুদ্ধে ভেটো এড়ানোর প্রচেষ্ঠাও ব্যর্থ হয়ে গেলো বলেই ধরে নেওয়া যায়।
কিন্তু মস্কো এবং বেইজিং বলছে, খসড়া প্রস্তাবে সিরিয়াতে বিদেশি রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কোনো শর্ত ছিল না।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জানান, চীন-রাশিয়ার ভেটো দেওয়ায় ওয়াশিংটন বিব্রত বোধ করেছে।
চীনের দূত কুতে লি বাওদং বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অবরোধ আরোপ সিরিয়ার সংকটের সমাধান নয়।
এই খসড়া প্রস্তাব ‘সংঘাতের দর্শন’ থেকে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে রাশিয়ার দূত ভিতালি চারকিন
তিনি বলেন, সিরিয়ার ওপর অবরোধ আরোপের বিষয়টি দুঃখজনক।
যুক্তরাজ্য, জার্মানি এবং পর্তুগালের সহযোগিতায় ফ্রান্স এই প্রস্তাব উত্থাপন করে।
সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সক্ষমতা বড় ধরনের ধাক্কা খেলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
সিরিয়াতে গত মার্চ থেকে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর এ পর্যন্ত ২ হাজার ৭০০ লোক নিহত হয়েছে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী দলীয় সদস্যদের আশ্বস্ত করে বলেন, ‘সংস্কারের পদক্ষেপ প্রক্রিয়াধীন। ’ তিনি অস্থিতিশীল পরিস্থিতির জন্য সশস্ত্র গ্রুপগুলোকে দায়ী করেন।
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১