ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ত্রবিরতিতে মাওবাদীরা সম্মত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১১
অস্ত্রবিরতিতে মাওবাদীরা সম্মত

কলকাতা: শর্ত সাপেক্ষে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ভারতের সশস্ত্র মাওবাদীরা। বুধবার ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



তারা জানায়, মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনায় পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োজিত আলোচকরা একটি সমঝোতায় পৌঁছতে পেরেছেন। জঙ্গলমহলে অস্ত্রবিরতির জন্য কিছু শর্তে তারা মাওবাদীদের সঙ্গে একমত হয়েছেন।

একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে মাওবাদীরা জানিয়েছে, সরকার যদি জঙ্গলমহলে যৌথ অভিযান বন্ধে সম্মত হয়, তাহলে নক্সালরাও এক মাসের জন্য অস্ত্রবিরতিতে রাজি আছে।

ওই বিজ্ঞপ্তিতে সই করেছেন, সিপিআই (মাওবাদী) পশ্চিমবঙ্গ সম্পাদক আকাশ এবং আলোচকদের পক্ষে সই করেছেন সুজাতো ভদ্র।

ভদ্র একটি ভারতীয়  গণমাধ্যমকে জানান, এক মাসের অস্ত্র বিরতির জন্য সরকারের যৌথ অভিযান বন্ধ করতে হবে।

শান্তি আলোচনা এই সর্বশেষ অগ্রগতিটি আসলো, এ বিষয় নিয়ে মমতার সঙ্গে আলোচকদের বৈঠকের ঠিক চারদিন পর।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।