ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাজস্থানে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
রাজস্থানে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১৪

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে ট্রান্সফরমার বিস্ফোরণে ১৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরো ৭ জন। আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জয়পুরের শাহুপুরার খাতলই গ্রামের একটি বিয়ে বাড়ির পাশে ট্রান্সফরমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।  

বিস্ফোরণের ঘটনায় এক গর্ভবতী নারী গুরুতর আহত হয়েছেন।

ওই নারীর অবস্থা দেখে মনে হচ্ছে তার গর্ভের সন্তানটি নাও বাঁচতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনায় প্রথমে চারজন নিহত হন। পরে বিদ্যুৎ লাইন ফের সচল হলে আবারো বিস্ফোরণ ঘটে। ট্রান্সফরমারের দুর্বল ব্যবস্থাপনাকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করছেন এলাকাবাসী।  

দিল্লি সফর বাতিল করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। একইসঙ্গে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। বৈদ্যুতিক জটিলতার কারণে রাজস্থানে প্রতিদিন গড়ে একজনের মৃত্যু হয়। বিদ্যুৎ বিভাগের গাফিলতিই এর কারণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।