এসব এলাকার বাসিন্দারা অনেকেই এরই মধ্যে তুলনামূলক উষ্ণ আবহাওয়ার খোঁজে পাহাড় থেকে নেমে গেছে। অবশিষ্টরা বাক্স-পেটরা বাঁধাই করে নিচ্ছেন নিচে নামার প্রস্তুতি।
এমন পরিস্থিতিতে আগামী ২৬ নভেম্বরের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় বেরিয়ে পড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা তাদের প্রচারণা বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।
হিমালয়ের ৩ হাজার মিটার উঁচুতেও নেপালের অনেক জনপদ রয়েছে। এমন শীত ও তুষারপাত চলতে থাকলে ওই সব জনপদের অনেক স্থানেই নির্বাচনী প্রচারণার জন্য যাওয়া সম্ভব হবে না।
অতিরিক্ত শীত ও তুষারপাতের কারণে উত্তর-পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকা জমসন এয়ারপোর্টে গত সোমবার সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সীমিত সংখ্যক ফ্লাইট ওঠানামা করলেও আবহাওয়াজনিত ঝুঁকি ছিলো বেশ। সেখানকার তাপমাত্রা এখন ১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
জেডএম/