ঢাকা: রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ইসরায়েলি বিজ্ঞানী দানিয়েল শেকতমান।
বুধবার সুইডেনে নোবেল কর্তৃপক্ষ রসায়নে দানিয়েলের নাম ঘোষণা করে।
দৃশ্যত স্ফটিক বস্তুর গঠন বিশ্লেষণের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে।
দানিয়েল স্ফটিক বা স্বচ্ছ পদার্থের অত্যন্ত বিশৃঙ্খল মোজাইক গঠন ব্যাখ্যা দেন। স্ফটিক অণুর বিষয়ে তার দেওয়া ব্যাখ্যা এতোদিন অসম্ভব বলেই মনে করা হতো।
১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের প্রবর্তন করা হয়। চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১