ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র নয়াদিল্লিকে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখতে চায় না। তবে ভারত-আফগান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সইকে স্বাগত জানিয়েছে তারা।
আফগানিস্তানে ঐক্যের জন্য ভারত কোনো ভূমিকা রাখতে পারে কি না এই প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ওয়াশিংটন পাক-মার্কিন-আফগান ত্রিপক্ষীয় আলোচনার মূল্য দেয় এবং এটা চালিয়ে নিতে চায়। ’
ভারত-আফগান কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। ’
তিনি আরও বলেন, ‘মধ্যস্থতাকারীর ভূমিকায় আমরা ভারতকে এখনও সেভাবে দেখছি না। তবে দুই সরকারের মধ্যে যে সংলাপ চলছে আমরা তাকে জোর সমর্থন জানাই। ’
ভারত ২০০৮ সালের মুম্বাই হামলার পরিকল্পনাকারী, ডি কোম্পানির প্রধান দাউদ ইব্রাহিমকে বিচারের আওতায় আনতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলে তাদের অবস্থান কি হবে? এ প্রশ্নে নুল্যান্ড বলেন, ‘ভারত-পাকিস্তান তাদের আলোচনা আবার শুরু করেছে। আমার আশা, এ বিষয়টি তাদের আলোচনায় আসবে। ’
সম্প্রতি খবরে প্রকাশ, পাকিস্তান হাক্কানি নেটওয়ার্ক, তালেবানসহ সব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ঐক্যের লক্ষ্যে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে নুল্যান্ড বলেন, ‘ঐক্য প্রশ্নে আমাদের অবস্থান হলো- যদি ঐক্য চান তাহলে আমাদের শর্ত মেনেই তা করতে হবে। ’
আফগানিস্তানে তালেবানের যে নেতারা সরকারের সঙ্গে ঐক্য চাচ্ছেন তাদের জন্য ওবামা প্রশাসনের পক্ষ থেকে কিছু সুনির্দিষ্ট শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান হলো- সহিংস হামলা বন্ধ, আল কায়েদাকে সমর্থন দেওয়া বন্ধ এবং আফগানিস্তানের সংবিধান মেনে চলার প্রতিশ্রুতি দিতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভারক সফরে এসে আফহগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই একটি অংশীদারিত্ব চুক্তিতে সবি করেছেন। এ চুক্তির আওতায় আফগান সেনাদের প্রশিক্ষণ দেওয়াসহ দেশটির অবকাঠামো উন্নয়নের কাজ করবে ভারত।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১