বেইজিং: আন্তর্জাতিক বাজারে চীনা মুদ্রা ইওয়ান বা রেনমিনবির বিনিময় হার বাড়ানো সংক্রান্ত বিল কংগ্রেমে পাস করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধ শুরু করবে বলে হুমকি দিয়েছে চীন।
মঙ্গলবার এক বিবৃতিতে চীন বেশ ক্ষোভের সঙ্গে জানিয়েছে, চীনা মুদ্রার মূল্য বৃদ্ধির জন্য বেইজিংকে চাপ দেওয়ার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে প্রস্তাবিত বিল পাস হলে তা বিশ্বের এই দুই শীর্ষ ধনী দেশের অর্থনীতিকে বাণিজ্য যুদ্ধের দিকে ঢেলে দেবে।
চীনের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিদেশ বিষয়ক মন্ত্রণালয় অভিযোগ করেছে, ওয়াশিংটন মুদ্রা ইস্যুকে রাজনীতিকীকরণ করছে।
গত সোমবার যুক্তরাষ্ট্রের সিনেটে বিলটি নিয়ে এক সপ্তাহ বিতর্কের পক্ষে ভোট দিয়েছেন সিনেটেররা। এতে করে বিশ্ব অর্থনীতিকে চরম হুমকির মধ্যে ঢেলে দেওয়া হলো বলে মনে করছে চীন।
গত বছর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি কক্ষ এরকম একটি মুদ্রা বিল পাস করেছিল। তবে এর পক্ষে কংগ্রেসে আর কোনো অগ্রগতি হয়নি। ওই সময়ও চীন এ ব্যাপারে একই ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল।
চীনের অ্যকাডেমি অব সোশাল সায়েন্সের গবেষক ওয়াং সিহোং বলেন, ‘কোনো বিষয়ে এতো দ্রুত এবং শক্তভাবে তিনটি আলাদা মন্ত্রণালয়ের একসঙ্গে প্রতিক্রিয়া জানানোর ঘটনা খুবই বিরল। ’ সুতরাং বিষয়টি চীন কতোটা গুরুত্বের সঙ্গে নিয়েছে তা স্পষ্ট।
তিনি বলেন, ‘চীন সরকারের এই রকম কড়া প্রতিক্রিয়ায় একটি বিষয়ে ধারণা করা যায়, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র বিলটি পাস করবে তার সম্ভাবনাই বেশি। এর ফলে রপ্তানি বাণিজ্যে যে বিরূপ প্রভাব পড়বে তা নিয়ে চীন বেশ চিন্তিত। ’
মুদ্রা বিনিময় হার আইন-২০১১ গত সোমবার মার্কিন সিনেট এক সপ্তাহ বিতর্কের জন্য অনুমোদন দিয়েছে। এই বিল পাস হলে মার্কিন সরকার যেসব দেশ মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে রপ্তানি উৎসাহিত করতে চায় সেসব দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারবে।
২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মার্কিন কংগ্রেস সদস্যরা বলছেন, ‘চীনা মুদ্রার অবমূল্যায়ন করার কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সমস্যার সৃষ্টি হয়েছে। একটি যথার্থ বিনিময় হার ওয়াশিংটন ও চীনের মধ্যে বার্ষিক বাণিজ্য ঘাটতি কমিয়ে আনবে। ’ মার্কিন-চীন বার্ষিক বাণিজ্য ঘাটতি ২৫ হাজার কোটি ডলার।
ইওয়ানের বিনিময় হার নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের টানাপোড়েন অনেক দিনের। ২০০৫ সালে ইওয়ানের বিনিময় হার পুননির্ধারণের পর ডলারের বিপরীতে এর মূল্য বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, তারপরও ইওয়ানের মূল্য খুবই কম, আর এ কারণে চীনা রপ্তানিকারকরা অতিরিক্ত সুবিধা পাচ্ছে।
সবচে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবর অম্ল-মধুর স্বাদেই চলে আসছে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি তাইওয়ানের সঙ্গে ৫০০ কোটি ডলারের অস্ত্রবিক্রি চুক্তি করার পর শীর্ষ অর্থনীতির এই দেশ দুটির মধ্যে উত্তেজনা বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১