ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
বিহারে পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু

কার্তিক পূর্ণিমা উদযাপনে গিয়ে বিহারে গঙ্গা নদীর সিমারাই ঘাটে পদদলিত হয়ে তিনজনের মত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো কয়েকডজন লোক।

শনিবার (০৪ নভেম্বর) সকালে বিহারের বেগুসারাই জেলায় পদদলিতের এ ঘটনা ঘটে।

পূর্ণিমা উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের জন্য সেখানে হাজার হাজার পূণ্যার্থী জড়ো হন।

পদদলিতের পেছনে কোনো ‘গুজব’ রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

এদিকে পদদলিতের ঘটনায় বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব দুঃখ প্রকাশ করে বলেছেন, মানুষের ঢল ঠেকাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা করি।

তবে প্রাথমিক পদদলিতের সঠিক কারণ জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।