জয়পুর: ভারতে রাজস্থানে ঠণ্ডা মাথায় এক চালক পর্যটকদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে।
এছাড়া, কমপক্ষে ১০ থেকে ১২ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছে যার মধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে সেখানকার পুলিশ জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজস্থান থেকে ১৮০ কি. মি. দূরে অবস্থিত কারাউলি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
চালককে চিহ্নিত করা হয়েছে। তার নাম রাজু।
জানা গেছে জ্বালানি তেলের দাম না দেওয়ায় পর্যটকদের সঙ্গে ঝগড়া হলে চালক গাড়ি সচল থাকা অবস্থায় বাস থেকে নেমে পড়ে।
এ সময় চালকহীন গাড়িটি নিয়ন্ত্রয়ণ হারিয়ে পর্যটকদের ওপর উঠে যায়।
এ ঘটনায় ছয় জন নিহত হয় এবং আহত হয় প্রায় এক ডজন।
পুলিশ জানিয়েছে বাসটি আগ্রা থেকে কারাউলার কেলা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল।
এ ঘটনার পর চাক পলাতক আছে।
বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১১