ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না প্যালিন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১১
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না প্যালিন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের সাবেক গভর্নর সারাহ প্যালিন ২০১২ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না।

এক বিবৃতিতে সারাহ প্যালিন বলেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর এ সিদ্ধান্ত নিয়েছি।

’ তিনি ও তার স্বামী টড নিজেদের ঈশ্বর, পরিবার ও দেশের কাজে সবসময় নিয়োজিত রেখেছেন বলে জানান।

গত কয়েক বছর ধরেই জল্পনা-কল্পনা চলে ৪৭ বছর বয়সী সারাহ পেলিন মার্কিন প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন। কিন্তু এ ঘোষণার মধ্য দিয়ে সেসবের অবসান ঘটল।

ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর ও টেক্সাসের গভর্নর রিক পেরি হোয়াইট হাউসে যাওয়ার জন্য রিপাবলিকান দলের হয়ে লড়বেন বলে এরই মধ্যে ঘোষণা এসেছে।

প্যালিন সমর্থকদের উদ্দেশে বলেন, ‘অনেক প্রার্থনা ও গভীর বিবেচনার সঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি, আমি ২০১২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য লড়ব না। ’

তিনি বলেন, ‘পরিবারই আমার প্রথম বিবেচনা। টড ও আমি পারিবারিক জীবনে অত্যন্ত মনোযোগী। ’

তবে আগামী দিনগুলোয় তিনি প্রেসিডেন্ট নির্বাচন, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও প্রতিনিধি পরিষদের কৌশলগত বিভিন্ন দিক সমন্বয় করবেন বলে জানান।

এ মুহূর্তে প্রেসিডেন্ট পদের জন্য সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের কাউকেই সমর্থন দেননি। তবে তৃতীয় পক্ষের ব্যাপারেও কিছু বলেননি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।