ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৬৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
ভিয়েতনামে মৃতের সংখ্যা বেড়ে ৬৯

ভিয়েতনামে প্রলয়ঙ্করী টাইফুন ডামরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৬৯ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।

দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বলছে, অতি বর্ষণ-বন্যায় এখনও লাখ খানেক বাড়িঘর জলাবদ্ধ।

গত শনিবার (০৪ নভেম্বর) কান হোয়া প্রদেশের নিয়া চ্যাং শহরে টাইফুন আঘাত হানে। দুর্যোগের পরপরই দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে শুরু হয় অভিযান। বিভিন্ন বিভাগের সমন্বয়ে গঠিত দুর্যোগ মোকাবেলা টিম কর্মযজ্ঞ জারি রেখেছে।  এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপিইসি) সম্মেলন শুরু হচ্ছে দেশটিতে। চীন হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেখানে আসার কথা।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে বিভিন্ন দুর্যোগে প্রায় আড়াইশ জনের প্রাণহানি ও নিখোঁজ হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।