ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শীর্ষস্থান হারাল হার্ভার্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১১
শীর্ষস্থান হারাল হার্ভার্ড

লন্ডন: আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে শীর্ষ অবস্থান হারিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিখ্যাত হার্ভার্ডকে পিছে ফেলে এবার শীর্ষে উঠে গেছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক)।



বৃহস্পতিবার টাইমস হাইয়ার এডুকেশনের (টিএইচই) করা আন্তর্জাতিক র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। এতে অবশ্য বরাবরের মতো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো।

এবারের জরিপে দেখা যাচ্ছে, সারা বিশ্বে শীর্ষ ২০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৫টিই যুক্তরাষ্ট্রের। পরের অবস্থানেই রয়েছে ব্রিটেন। ২০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্রিটেনের রয়েছে ৩২টি।

তবে এবার নতুন কিছু বিশ্ববিদ্যালয় শীর্ষ তালিকায় এসে চমক সৃষ্টি করেছে।

তালিকায় এশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও কম নয়। জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় এবার ৩০তম স্থান দখল করেছে এবং এশিয়ার মধ্যে সেরা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে।

চীনের শীর্ষ দুটি বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান ধরে রাখতে পেরেছে। তবে অর্থনৈতিক উন্নয়নের পাওয়ার হাউজখ্যাত দেশটির আর কোনো বিশ্ববিদ্যালয় সেরা ২০০ এর তালিকায় স্থান করতে পারেনি।

টিএইচই ক্যালটেককে শীর্ষ অবস্থান দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় বিবেচনা করা হয়েছে: নির্ধারিত সূচকের সঙ্গে সঙ্গতিপূর্ণ ফলাফল এবং গবেষণা খাতে তহবিল বৃদ্ধি।

ক্যালটেক মূলত বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি লস অ্যাঞ্জেলেস থেকে সামান্য দূরত্বে উত্তর দিকে অবস্থিত।

চমক সৃষ্টি করেছে হার্ভার্ড। ৩৬৫ বছর পুরনো এই বিশ্ববিদ্যালয়টি টিএইচই’র র‌্যাংকিং প্রকাশের শুরু থেকেই বেশ দাপটের সঙ্গে শীর্ষ অবস্থান ধরে রেখেছিল। এবার সেই অবস্থান হারিয়ে যৌথভাবে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি স্ট্যানফোর্ডের সঙ্গে দ্বিতীয় স্থান অধিকার করেছে।

অবশ্য ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোও এবার স্থান বদল করেছে। অক্সফোর্ড এবার ক্যামব্রিজকে টপকে চতুর্থ স্থান লাভ করেছে। ক্যামব্রিজ গেছে ছয় এ।

এবারের তালিকা প্রস্তুতের সময় কলা, মানবিক এবং সমাজ বিজ্ঞানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় টিএইচই।

তবে যাই হোক, বরাবরে মতো এবারও শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবগুলোই যুক্তরাষ্ট্রের। এর মধ্যে প্রিন্সটোন, বারকেলে এবং শিকাগো তো আছেই।

শীর্ষ ২০‘র মধ্যে অবশ্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে এবার স্থান করেছে, সুইজারল্যান্ড ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি (১৫তম) এবং কানাডার টরোন্টো বিশ্ববিদ্যালয় (১৯তম)।

মধ্যপ্রাচ্যের মধ্যে শীর্ষ ২০০ এর মধ্যে স্থান করেছে ইসরায়েলের হিব্রু ইইনভার্সিটি অব জেরুজালেম (১২১ তম) এবং তেলআবিব বিশ্ববিদ্যালয় (১৬৬ তম)।

এবার প্রথমবারের মতো হংকং ও নেদাল্যান্ডসের সঙ্গে তুলনামূলক জিডিপিকেও সূচক ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বের সূচক ধরা হয়েছিল মোট ১৩টি। সূচকগুলো হলো- গবেষণার ক্ষেত্র, শিক্ষাদান, জ্ঞান বিতরণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের কার্যক্রম।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১

Uc-1, 1-3

Qwe- Harvard toppled

 

kxl©¯’vb nvivj nvf©vW©

 

AvšÍR©vwZK †W¯‹

evsjvwbDR‡Uv‡qw›U‡dvi.Kg

 

jÛb: AvšÍR©vwZK i¨vswKs‡q kxl© Ae¯’vb nvwi‡q‡Q hy³iv‡óªi nvf©vW© wek¦we`¨vjq| weL¨vZ nvf©vW©‡K wc‡Q †d‡j Gevi kx‡l© D‡V †M‡Q K¨vwj‡dvwb©qv Bbw÷wUDU Ae †UK‡bvjwR (K¨vj‡UK)|

 

e„n¯úwZevi UvBgm nvBqvi GWy‡Kk‡bi (wUGBPB) Kiv AvšÍR©vwZK i¨vswKs cÖKvk Kiv n‡q‡Q| G‡Z Aek¨ eive‡ii g‡Zv kx‡l© i‡q‡Q hy³ivóª I weª‡U‡bi wek¦we`¨vjq¸‡jv|

 

Gev‡ii Rwi‡c †`Lv hv‡”Q, mviv we‡k¦ kxl© 200 wek¦we`¨vj‡qi g‡a¨ 75wUB hy³iv‡óªi| c‡ii Ae¯’v‡bB i‡q‡Q weª‡Ub| 200wU wek¦wek¦we`¨vj‡qi g‡a¨ weª‡U‡bi i‡q‡Q 32wU|

 

Z‡e Gevi bZzb wKQz wek¦we`¨vjq kxl© ZvwjKvq G‡m PgK m„wó K‡i‡Q|

 

ZvwjKvq Gwkqvi wkÿv cÖwZôv‡bi msL¨vI Kg bq| Rvcv‡bi †UvwKI wek¦we`¨vjq Gevi 30Zg ¯’vb `Lj K‡i‡Q Ges Gwkqvi g‡a¨ †miv wek¦we`¨vjq wbe©vwPZ n‡q‡Q|

 

Px‡bi kxl© `ywU wek¦we`¨vjq Zv‡`i Ae¯’vb a‡i ivL‡Z †c‡i‡Q| Z‡e A_©‰bwZK Dbœq‡bi cvIqvi nvDRL¨vZ †`kwUi Avi †Kv‡bv wek¦we`¨vjq †miv 200 Gi ZvwjKvq ¯’vb Ki‡Z cv‡iwb|

 

wUGBPB K¨vj‡UK‡K kxl© Ae¯’vb †`Iqvi †ÿ‡Î `ywU welq we‡ePbv Kiv n‡q‡Q: wba©vwiZ m~P‡Ki m‡½ m½wZc~Y© djvdj Ges M‡elYv Lv‡Z Znwej e„w×|

 

K¨vj‡UK g~jZ weÁvb I cÖ‡KŠkj wek¦we`¨vjq| Gi g~j K¨v¤úvmwU jm A¨v‡Ä‡jm †_‡K mvgvb¨ `~i‡Z¡ DËi w`‡K Aew¯’Z|

 

PgK m„wó K‡i‡Q nvf©vW©| 365 eQi cyi‡bv GB wek¦we`¨vjqwU wUGBPBÕi i¨vswKs cÖKv‡ki ïiæ †_‡KB †ek `vc‡Ui m‡½ kxl© Ae¯’vb a‡i †i‡LwQj| Gevi †mB Ae¯’vb nvwi‡q †hŠ_fv‡e K¨vwj‡dvwb©qv BDwbfvwm©wU ÷¨vb‡dv‡W©i m‡½ wØZxq ¯’vb AwaKvi K‡i‡Q|

 

Aek¨ weª‡U‡bi wek¦we`¨vjq¸‡jvI Gevi ¯’vb e`j K‡i‡Q| A·‡dvW© Gevi K¨vgweªR‡K Uc‡K PZz_© ¯’vb jvf K‡i‡Q| K¨vgweªR †M‡Q Qq G|

 

Gev‡ii ZvwjKv cÖ¯‘‡Zi mgq Kjv, gvbweK Ges mgvR weÁv‡bi Ici †ewk ¸iæZ¡ †`Iqv n‡q‡Q e‡j Rvbvq wUGBPB|

 

Z‡e hvB †nvK, eive‡i g‡Zv GeviI kxl© `k wek¦we`¨vj‡qi g‡a¨ me¸‡jvB hy³iv‡óªi| Gi g‡a¨ wcÖ݇Uvb, evi‡K‡j Ges wkKv‡Mv †Zv Av‡QB|

 

kxl© 20Ôi g‡a¨ Aek¨ hy³ivóª I weª‡U‡bi g‡a¨ Gevi ¯’vb K‡i‡Q, myBRvij¨vÛ †dWv‡ij Bbw÷wUDU Ae †UK‡bvjwR (15Zg) Ges KvbvWvi U‡iv‡›Uv wek¦we`¨vjq (19Zg)|

 

ga¨cÖv‡P¨i g‡a¨ kxl© 200 Gi g‡a¨ ¯’vb K‡i‡Q Bmiv‡q‡ji wneªæ BBbfvwm©wU Ae †RiæRv‡jg (121 Zg) Ges †ZjAvwee wek¦we`¨vjq (166 Zg)|

 

Gevi cÖ_gev‡ii g‡Zv nsKs I †b`vj¨vÛ‡mi m‡½ Zzjbvg~jK wRwWwc‡KI m~PK aiv n‡q‡Q| wek¦we`¨vj‡qi K…wZ‡Z¡i m~PK aiv n‡qwQj †gvU 13wU| m~PK¸‡jv n‡jv- M‡elYvi †ÿÎ, wkÿv`vb, Ávb weZiY Ges AvšÍR©vwZK †ÿ‡Î Zv‡`i Kvh©µg|

 

evsjv‡`k mgq: 1633 NÈv, A‡±vei 06, 2011

Gg‡RG

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।