মস্কো: বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষক হিসেবে ন্যাটোর লিবিয়া অভিযান একটা উচ্চাভিলাষী চিন্তা বলে উল্লেখ করেছেন রশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরোভ। এ অভিযানের সফলতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানী মস্কোতে সাংবাদিকদের এ কথা বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী।
চলতি সপ্তাহের প্রথমদিকে ন্যাটোর মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন লিবিয়াতে ‘ঐক্যবদ্ধ নিরাপত্তা রক্ষক’ অভিযানকে বড় সফলতা বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ‘আমরা এবং আমাদের মিত্ররা লিবিয়াতে উল্লেখযোগ্য সফলতা পেয়েছি। আমরা অনেক মানুষের জীবন বাঁচিয়েছি এবং লিবিয়ার জনগণকে তাদের ভাগ্য নিজ হাতে তুলে দিয়েছি। ’
এ প্রসঙ্গে লাভরোভ বলেন, ‘সামরিক হস্তক্ষেপের মাধ্যমে অগণিত মানুষের জীবন বাঁচানোর ন্যাটোর স্বপ্ন আমরা প্রত্যাখ্যান করি। এটা একেবারে একটা উচ্চাঅভিলাষী চিন্তা-ভাবনা। ’
উল্লেখ্য, লিবিয়াতে কর্নেল মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গত মার্চের প্রথমদিকে গণআন্দোলন শুরু হয়। পরে ওই মাসেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমতিক্রমে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী সামরিক অভিযান চালায় লিবিয়াতে।
বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলে এই অভিযান শুরু করা হয়। তবে পরের তিনমাসেও অবস্থার উন্নতি না হওয়ায় গত সেপ্টেম্বরে অভিযানের মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১