ঢাকা: সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন সুইডিশ কবি টমাস ট্রান্সট্রোমার। সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৩১ সালে জন্ম নেওয়া এই কবির জীবন খুবই ঘটনাবহুল।
সুইডেনের খ্যাতিমান কবিদের তালিকায় তার নামটি উচ্চারিত হয় সবার আগে। বিশ শতকের সবচেয়ে সেরা সুইডিশ কবি বলে গণ্য করা হয় তাকে। তার কবিতার বইয়ের হাজার হাজার কপি বিক্রি হয়েছে তার নিজ দেশে। বাংলাভাষাসহ তার কবিতা ৬০টিরও বেশি বেশি ভাষায় অনূদিত হয়েছে। আন্তর্জাতিক পোয়েট্রি ফোরামের সিলেকশনে তার বেশ কিছু বই ভূয়সী প্রশংসা পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, দ্য গ্রেট এনিগমা (২০০৩), দ্য হাফ ফিনিশড হ্যাভেন(২০০১), ফর দ্য লিভিং অ্যান্ড দ্য ডেড (১৯৯৫), বাল্টিকস (১৯৭৪), পাথস (১৯৭৩), উইন্ডোজ অ্যান্ড স্টোনস (১৯৭২)। এছাড়াও তার দ্য হাফ ফিনিশড স্কাই এবং সেভেন্টিন পোয়েমস এর অনুবাদের জন্য তিনি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড পান। গদ্য ও কবিতা মিলিয়ে তার মোট বইয়ের সংখ্যা ১২টি।
বিশ শতকের আগ পর্যন্ত তিনি ঐতিহ্য এবং আশাবাদী কবিতা লিখতেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি ব্যক্তিকেন্দ্রিক এবং আরও খোলামেলা কবিতা লিখতে শুরু করেন। তার কবিতার মূল বিষয়ই মূলত সত্যান্বেষণ, অজানাকে জানতে চাওয়ার তীব্রতা এবং অলৌকিকত্বের খোঁজ সম্পর্কিত।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, আক্টোবর ০৬, ২০১১