ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউনেস্কোর সমর্থন পেল ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১১
ইউনেস্কোর সমর্থন পেল ফিলিস্তিন

প্যারিস: জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দাবির প্রতি গত বুধবার সমর্থন দিয়েছে সংস্থাটি।



স্বাধীন ফিলিস্তিনের দাবি নিয়ে জাতিসংঘে যাওয়ার পর ইউসেস্কোর এই সমর্থনকে প্রেসিডেন্ট আব্বাসের প্রথম কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

ইউনেস্কো বোর্ডের ৫৮ সদস্যের মধ্যে ৪০ সদস্য ফিলিস্তিনের দাবির পক্ষে ভোট দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ চারটি রাষ্ট্র বিরুদ্ধে এবং ১৪টি সদস্য দেশ ভোট দানে বিরত থাকে।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবির প্রস্তাবটি এই মাসের শেষদিকে ইউনেস্কোর ১৯৩টি সদস্য দেশের কাছে উপত্থাপন করা হবে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ফ্রান্স ফিলিস্তিনের এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে। ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমেই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলে তাদের মত।

ইউনেস্কোর এই সমর্থন দানকে ব্যাখ্যাতীত বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন।

তিনি বলেন, ‘ফিলিস্তিনকে ভোট দেওয়ার আগে ইউনেস্কোর পরিচালনা পর্ষদকে আরেকবার ভাবার জন্য আমি অনুরোধ জানাবো, কারণ এই সিদ্ধান্ত নেবে জাতিসংঘ। সহায়ক সংগঠন যারা জাতিসংঘকে সহযোগিতা করবে তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না। ‘

ইউনেস্কোতে ইসরায়েলি রাষ্ট্রদূত নিমরোদ বারকান বলেন, ‘এই উদ্যোগ সংস্থাটির ক্ষতি করবে এবং এতে ফিলিস্তিনের অভিলাষে কোনো প্রাপ্তিযোগ হবে না। ’

ভোটদানে বিরত থাকা সদস্যদের মধ্যে ফ্রান্স বলে, ইউনেস্কোতে ফিলিস্তিনের সদস্য পদ পাওয়ার সঠিক সময় এটি নয়।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে ইউনেস্কোর পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ফিলিস্তিন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।