সিঙ্গাপুর: চুরির বাতিক থাকতে পারে, কিন্তু তাই বলে মেয়েদের অন্তর্বাস চুরি কোন ধরনের বাতিক? সিঙ্গাপুরের ১৮ বছর বয়সী এক ছাত্রের এমন বাতিক দেখে রীতিমত হতভম্ব আদালত।
তাই অপরাধ প্রমাণিত হলেও শাস্তি দিতে পারেননি আদালত।
ছেলেটির বিরুদ্ধে আদালতে ছয়টি অভিযোগ দায়ের করা হয়েছিল। এর মধ্যে দুটি অভিযোগ চুরির, চারটি বাসার ক্ষতিসাধন এবং প্রতারণা করে পরিচ্ছদ ও অন্তর্বাস বাগানো।
অভিযোগে জানা যায়, গতবছর ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোমপাসভ্যাল বোর বিভিন্ন ফ্ল্যাটে তিনি ওই অপরাধগুলো করেছেন।
তার চুরি করা বস্তুর মধ্যে রয়েছে, পরিচ্ছদ, প্যান্টি এবং ব্রা। এগুলো চুরি করেছেন একই ভবনে প্রতিবেশী ফ্ল্যাটগুলো থেকে। তার চুরি করা পরিচ্ছদগুলোর মূল্যমান কমপক্ষে ১৫০ সিঙ্গাপুরি ডলার।
সিঙ্গাপুরের আইন অনুযায়ী চুরির অপরাধে তাকে অর্থদণ্ডসহ তিন বছরের জেল হতে পারত। কিন্তু আদালত এ অপরাধকে মানসিক বিকার বলে বর্ণনা করেন এবং তাকে মানসিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১