ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কারজাইকে হত্যা ষড়যন্ত্র নস্যাৎ, বাংলাদেশি জড়িত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১১
কারজাইকে হত্যা ষড়যন্ত্র নস্যাৎ, বাংলাদেশি জড়িত

কাবুল: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। এই অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।



আফগান গোয়েন্দা কর্মকর্র্তরা বুধবার জানান, আটক ছয় ব্যক্তির সঙ্গে আল কায়েদা ও হাক্কানি নেটওয়ার্কের সম্পর্ক রয়েছে। হত্যা পরিকল্পনার সঙ্গে বাংলাদেশিসহ মিশরীয় এবং পাকিস্তানি নাগরিক জড়িত আছেন।
 
গোয়েন্দা সংস্থার মুখপাত্র লতিফুল্লাহ মাশাল জানিয়েছেন, ষড়যন্ত্রকারীদের মধ্যে কারজাইয়ের এক দেহরক্ষী, কাবুল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং তিনজন কলেজ ছাত্র রয়েছেন।

তিনি বলেন, ওই ষড়যন্ত্রকারী দলটি কাবুলের সবচে চৌকস এবং শিক্ষিত লোকদের নিয়ে গঠিত। ’ তিনি দাবি করেন, আফগান রাজধানীতে সন্ত্রাসী হামলা চালানোর জন্য পাকিস্তানি জঙ্গিরা তাদের সহযোগিতা করেছে।

তবে তারা কবে আটক হয়েছেন সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি মাশাল।

তিনি আরও বলেন, এই গ্রুপটি কাবুলসহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপে হামলার পরিকল্পনা করেছিল। পাকিস্তানে অবস্থানরত একজন মিশরীয় এবং একজন বাংলাদেশি এদের নিয়োগ দিয়েছিলেন।

আফগান কর্তৃপক্ষ বরাবরই পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে সন্ত্রাসীদের সহযোগিতা দেওয়ার অভিযোগ করে আসছে।   গত মঙ্গলবার তারা দাবি করেছেন,  গত ২০ সেপ্টেম্বর সাবেক আফগান প্রেসিডেন্ট বোরহানদ্দিন রাব্বানি হত্যার বিষয়ে পাকিস্তান আগে থেকেই জানত।

তবে পাকিস্তান এ দাবি নাকচ করে দিয়েছে।

কারজাইকে হত্যার পরিকল্পনাকারী দলের দুই সদস্যের নাম পরিচয় জানিয়েছেন মাশাল। তিনি জানান, মিশরীয় নাগরিকের নাম সেইফুল্লাহ এবং বাংলাদেশির নাম আবদুল্লাহ। এরা পাকিস্তানের উপজাদি অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে থাকেন। ওই অঞ্চলে থেকেই হাক্কানি নেটওয়ার্ক তাদের তৎপরতা চালায়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।