ঢাকা: মরেও যারা অমর হয়ে থাকে তাদেরই একজন হচ্ছেন অ্যাপেলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবস। গোটা বিশ্বের শীর্ষ নেতা ও কর্পোরেট ব্যক্তিত্বদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন এই প্রতিভাবান।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, স্টিভ জবস গোটা বিশ্বটিকেই পাল্টে দিয়ে গেছেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, তার সঙ্গে কাজ করার সুযোগটিই ছিলো আমার জন্য সবচেয়ে সম্মানের। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের কণ্ঠে ধ্বনিত হয় একটি কথাই, ‘স্টিভ জবস ছিলেন আমার বন্ধু ও গুরু। ’
টুইটার আর ফেসবুকের পাতাগুলো যেনো আর ধারন করতে পারছেনা শোকের সব কথাগুলো।
আর স্টিভ জবসের নিজের প্রতিষ্ঠান অ্যাপেলের বার্তায় বলা হলো, ‘জবস ছিলেন অগুনতি উদ্ধাবনের উৎসরিনী যা আমাদের জীবনকে সম্মৃদ্ধ করেছে, করেছে উন্নত। আর বলাই বাহুল্য তার উদ্ভাবন বিশ্বকে ভালোত্বের দিকেই ঠেলে দিয়েছে। ’
স্টিভ জবসকে শ্রদ্ধা জানাতে সেলিব্রেটিরাও কম যাননি। হাজার হাজার সেলিব্রেটি তাদের প্রানের কথাগুলো তুলে ধরেছেন ফেসবুক, টুইটার ও ইউটিউবের পাতায় পাতায়।
স্টিভ জবসকে শ্রদ্ধা জানাতে অনেকই হয়তো ব্যবহার করেছেন তারই তিন অনন্য আবিস্কার আইপ্যাড, আইফোন ও আইপডকে।
ধারনা করা হচ্ছে স্টিভ জবসের মৃত্যু টুইটার ট্রাফিকে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।
বিশ্বের দেশে দেশে মানুষ অ্যাপেলের স্টোর ও শোরুম গুলোতে ভিড় করে ফুল দিয়ে যাচ্ছেন। কেউ কেউ শ্রদ্ধা জানিয়ে নোট দিচ্ছেন, কেউবা পূর্ণ আপেলে একটি কামড় বসিয়ে রেখে যাচ্ছেন। ওটিই যে অ্যাপেলের প্রতীক।
শ্রদ্ধা জানিয়েছে ব্যবসায় অ্যাপেলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট, গুগলস, সনি ও স্যামসাংও।
স্যামসাংয়ের প্রধান জিএস চোই বলেন, মি. জবস ছিলেন একটি উদ্ভাবনী আত্মা। তথ্য প্রযুক্তির শিল্পে তিনি এনে দিয়ে গেছেন অনেক বিপ্লবী পরিবর্তন।
বিল গেটস তার বার্তায় বলেছেন, বিশ্ব তার বুকে দাগ কেটে যাওয়া মানুষ খুব কমই দেখে। স্টিভ জবস ছিলেন তেমনি একজন দাগ কেটে যাওয়া মানুষ। তার রেখে যাওয়া অবদানের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম উপভোগ করবে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য ছিলো বিরল সম্মানের। ’
জুকারবার্গ ফেসবুকে লিখেছেন, ‘একজন বন্ধু ও গুরু হিসেবে তোমাকে পেয়েছি, স্টিভ তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ এই জন্য যে, তুমি দেখিয়ে গেছো, তুমি যা আবিস্কার করেছো তা বিশ্বকে বদলে দিতে পারে। আমরা তোমাকে মিস করবো। ’
ফেসবুকে জুকারবার্গের এই মন্তব্যে ‘লাইক’ বাটন ক্লিক হয়েছে অন্তত দুই লাখ বার।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার টুইটার বার্তায় লিখেছেন, তার আবিস্কৃত একটি ডিভাইস ব্যবহার করেই তার মৃত্যুতে শ্রদ্ধা জানানোর চেয়ে বড় কিছু আর হতে পারে না। ’
কেবল চীনের ওয়েব ব্যবহারকারীরা অনলাইনে শ্রদ্ধাঞ্জলির বার্তা দিয়েছেন ৩ কোটি ৫০ লাখ।
সম্প্রতি স্টিভ জবস কাজ ছেড়ে দেওয়ার পর অ্যাপেলের সিইও হন টিম কুক। তিনি তার বার্তায় বলেছেন, অ্যাপেল কোম্পানিটি তিনি গড়ে তুলেছেন, আর এখন থেকে তার আত্মা চিরদিন ধরে অ্যাপেলের ফাউন্ডেশন হিসেবে কাজ করে যাবে। ’
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরোন বলেছেন, ‘স্টিভ জবস আমাদের কাজের ধরনটিই পাল্টে দিয়ে গেছেন, সৃষ্টিশীল এই প্রতিভাকে বিশ্ব অবশ্যই মিস করবে। ’
নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেছেন, একজন প্রতিভাকে হারালাম যাকে টমাস এডিসন ও আইন্সটাইনের কাতারে রেখেই স্মরণ করতে হবে। ’
নিউজ কর্পোরেশনের রুপার্ট মারডক বলেছেন, ‘স্টিভ জবস এই প্রজন্মের সেরা সিইও ছিলেন। ’
অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াও।
বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ প্রবর্তনে স্টিভ জবস আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তার কীর্তির জন্য বিশ্ববাসী তাকে চিরকাল স্মরণ করবে। ’
তিনি বলেন, ‘অ্যাপলের অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ তার মেধা, মনন ও প্রতিভার এক বিস্ময়কর জগত আমাদের উপহার দিতে সমর্থ হয়েছেন ‘
বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া তার শোকবার্তায় বলেছেন, ‘স্টিভ জবস তার উদ্ভাবনী ক্ষমতা দিয়ে বিশ্বকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন। বর্তমান উন্নত বিশ্বের পিছনে স্টিভ জবসের অবদান রয়েছে। ’
এদিকে ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে স্টিভ জবসের বাড়ির সামনেও পড়েছে হাজারো মানুষের ভিড়। ফুল হাতে তারা সেখানে হাজির হয়েছেন জবসের প্রতি শ্রদ্ধা জানাতে। ক্যালিফোর্নিয়ায় অ্যাপেলের কার্যালয়ের সামনে এর পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
স্টিভ জবসের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মৃত্যুর সময় তারা স্টিভের পাশেই ছিলেন এবং এক শান্তির মৃত্যুই তার হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১১