মেক্সিকো সিটি: মেক্সিকোর উপকূলীয় শহর ভেরাক্রুজে তিনটি বাড়ি থেকে ৩২টি মৃতদেহ উদ্ধার করেছে মেক্সিকান নৌবাহিনী।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রথমে তারা একটি বাড়ি থেকে ২০টি মৃতদেহ খুঁজে পায়।
মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এসব হত্যাকা- ঘটানো হয়েছে কিনা, তা এখনও বলেনি মেক্সিকান সরকার।
দুই সপ্তাহ আগেও বন্ধুকধারীরা মেক্সিকোর একটি ব্যস্ত রাস্তা অবরোধ করে ৩৫টি মৃতদেহ ফেলে রেখে যায়। এরপর রাষ্ট্রপতি ফিলিপ কলডেরন সেখানে ফেডারেল পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেন। তারপরও এই হত্যাকা-ের ঘটনা ঘটল।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১১