সিরত: গাদ্দাফির জন্মশহর সিরতে এনটিসি তীব্র হামলা চালানো শুরু করেছে। সিরতের পূর্ব ও পশ্চিম দিক দিয়ে বিদ্রোহীদের কয়েকশ গাড়ি ঢুকে পড়েছে শহরের মধ্যে।
ভয়াবহ লড়াইয়ের আশংকায় কয়েক হাজার সিরতবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ইতোমধ্যেই। তারপরেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রয়েছে সিরতে।
একটি আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জানান, ‘সিরত থেকে কালো ধোয়ার কুন্ডলী উঠতে দেখা যাচ্ছে। ট্যাংক এবং মর্টারের অনাবরত শব্দ শোনা যাচ্ছে। শহরের বেশিরভাগ ভবনেই আগুন ধরে গেছে। ’
তিনি আরও বলেন, ‘সিরত দখল হয়ে গেলে কী পরিস্থিতি দাড়াবে তা এখনও অনিশ্চিত। তবে সিরতে ভয়াবহ মানবিক বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ’
যদিও এর আগেই এনটিসি কমান্ডার কর্নেল আবদেল সালাম গাধাল্লা বলেন, ‘সিরতের তিন ভাগের দুই ভাগই আমাদের নিয়ন্ত্রনে চলে এসেছে। আর দুই দিনের মধ্যেই আমরা সিরত পরিস্কার করে ফেলবো। ’
তবে সিরিয়াভিত্তিক আরাই টেলিভিশনে এক অডিও বার্তায় গাদ্দাফি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্রোহীরা লিবিয়ার বৈধ শাসক নয়। এনটিসির বিরুদ্ধে লড়াই চলবে বলেও অডিও বার্তাটি থেকে ঘোষণা দেওয়া হয়। ’
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১১