পেরু: আফ্রিকার দেশ পেরুর রাজধানী লিমার নিকটে একটি স্কুলবাস পাহাড়ের খাদে পড়ে গেলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাজধানী থেকে ৮০ কিলোমিটার পূর্বে মাতুকানা অঞ্চলে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বাসটি রাজধানীতে চিড়িয়াখানা দেখে শিশুদের নিয়ে ফিরছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ১২০ মিটার গভীর খাদে পড়ে যায়।
উদ্ধার কর্মীরা জানান, বাসে স্কুলের শিশুরা ও তাদের অভিভাবক এবং শিক্ষকরাসহ ২০ জন লোক ছিলেন। তারা সান মাতেয়ো শহর থেকে রাজধানী গিয়েছিলেন।
নিহতদের মধ্যে চালকসহ প্রাপ্ত বয়স্ক ৮ জন এবং দুটি শিশু রয়েছে।
চালক ঘুমিয়ে পড়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে বেঁচে যাওয়া যাত্রীরা অভিযোগ করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১১