ভোপাল: একজন কৃষাণী সেদিন রাস্তায় হেঁটে যেতে হঠাৎ শিশুর কান্না শুনতে পেলেন। শব্দটি অনুসরণ করে সামনে এগুতেই আবিষ্কার করলেন গর্তের মধ্যে কাপড়ে জড়ানো সদ্যজাত এক শিশু।
ঘটনাটি গত বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের বদনা গ্রামে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ায় শিশুটি বেঁচে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির বয়স বড় জোর দুই দিন। এখন তার অবস্থার উন্নতি হচ্ছে।
রাজ্য শিক্ষামন্ত্রী অর্চনা কিতনিস হাসপাতালে ওই শিশুকে দেখতে গিয়েছিলেন। শিশুটির ভালভাবে পরিচর্যা নিতে চিকিৎসকদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয় পুলিশ শিশুটির বাবা-মাকে খুঁজছে। তবে তাদের হাতে একে তুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।
মধ্যপ্রদেশ রাজ্যে মেয়ে ভ্রুণ ও মেয়ে শিশু হত্যার হার অনেক বেশি। ২০০৯ সালে এই হার ছিল ভয়াবহ।
পিতা-মাতাদের এই আচরণ শুধু প্রাচীন আরবীয় বর্বরতার সঙ্গেই তুলনীয়। সে সময় সামাজিক মর্যাদা রক্ষায় অথবা দারিদ্র্যের জন্য আরবের লোকেরা মেয়ে শিশু হত্যা করত বা জীবন্ত কবর দিত।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১১