টোকিও: ২০১২ সালের মার্চ মাস থেকে দক্ষিণ অফ্রিকায় ভারতে নির্মিত গাড়ি রপ্তানি করবে টয়োটা। টয়োটা কিরলোস্কি কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
রপ্তানিকৃত গাড়ির মধ্যে রয়েছে দুই পেট্রোল ইঞ্জিন বিশিষ্ট ইটিয়স মডেলের গাড়ি এবং বড় সিডান।
ব্যবস্থাপনা পরিচালক হিরোশি নাকাগাওয়া বলেন, ‘আমাদের যৌথ বাণিজ্যের জণ্য এটা একটা অসাধারণ মুহুর্ত। ’
টয়োটা কিরলোস্কা বছরে এক লাখ ৬০ হাজার গাড়ি তৈরি করে। ২০১৩ সালের মধ্যেই এই গাড়ি উৎপাদন বেড়ে তিন লাখ দশ হাজারে গিয়ে দাড়াবে বলেও আশা প্রকাশ করছে টয়োটা।
ব্যাঙ্গালোর ভিত্তিক এই ব্যবসা প্রতিষ্ঠানের ৮৯ শতাংশের মালিক জাপানের টয়োটা মটর এবং ১১ শতাংশের মালিক ভারতের কিরোলোস্কা গ্রুপ।
কোম্পানিটির সদ্য করা এক রিপোর্টে দেখা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় ১০৫ শতাংশ বেশি গাড়ি বিক্রি হয়েছে। মোট ১২ হাজার ৮০৭টি গাড়ি বিক্রি হয়েছে এসময়।
দিনে দিনে ভারত জাপানি গাড়ি নির্মানে গুরুত্বপূর্ণ দেশ হয়ে দাড়াচ্ছে।
এদিকে ২০১২ সালের গোড়ার দিকে নিশানের ভারত শাখা পশ্চিম এশিয়া এবং আফ্রিকায় সানি সিডান গাড়ি রপ্তানি শুরু করবে।
কী সংখ্যক গাড়ি রপ্তানি করা হবে এ বিষয়ে একজন বিশেষজ্ঞ দারিউস লম বলেন, ‘এখন পর্যন্ত ঠিক করা হয়নি, কী সংখ্যক গাড়ি রপ্তানি করা হবে। এই মুহূর্তে এক প্রকার সংখ্যা ধরা হচ্ছে। কিন্তু সর্বোপরি ভোক্তাদের চাহিদার ওপর র্নিভর করে ঠিক করা হবে কী সংখ্যক গাড়ি রপ্তানি করা হবে। ’
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১১