নিউ ইয়র্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে এখনই ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য আহবান জানালো যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সিরিয়ার বেসামরিক জনগণের ওপর নীপিড়ন নির্যাতন বন্ধের আহবানও জানায় তারা।
শুক্রবার এক বিৃবতিতে হোয়াইট হাউস মুখপাত্র জে কারনে বলেন, ‘ভয়ংকর পথ সৃষ্টি হওয়ার আগেই সিরিয়ার প্রেসিডেন্টের উচিত ক্ষমতা থেকে সরে যাওয়া। ’
মাত্র কয়েকদিন আগেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার মানবাধিকার প্রশ্নে ভেটো প্রদান করে রাশিয়া ও চীন।
জাতিসংঘের মানবতা বিষয়ক তদন্ত সংস্থা সিরিয়াতে ব্যাপক বাধার মুখে পড়ে এবং আসাদ সরকারকে বর্বর বলে অভিহিত করার কয়েকদিন পরেই হোয়াইট হাউস থেকে এমন বক্তব্য আসলো।
সিরিয়ার বিরোধী দলীয় কুর্দিশ ফিউচার পার্টির নেতা এবং নব্য গঠিত সিরিয়ার অন্তর্বর্তী পরিষদের সদস্য মাশহাল তাম্মো শুক্রবার খামিশলি শহরে নিজ বাসভবনে নিহত হন। এসময় তার সঙ্গে ছিল তার সন্তান ও একজন কর্মী। এই শহরে আসাদ বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রই ছিল তাম্মো। আর তাই ধারনা করা হচ্ছে, বিদ্রাহ দমনেই এমন হত্যাকান্ড চালানো হয়েছে।
যদিও রাষ্ট্রনিয়ন্ত্রিত আরব নিউজ এজেন্সির রিপোর্টে বলা হয়, তাম্মো একদল সশস্ত্র সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন। তবে স্থানীয় বিক্ষোভকারীরা বলছে, সরকারপন্থী বেশ কিছু হন্তারক তাকে হত্যা করেছে।
স্থানীয়দের ভাষ্য মতে, ‘শুক্রবার সিরিয়াতে আরও ১৪ জন মানুষ মারা গেছে সরকারি বাহিনীর হামলায়। ’
এদিকে তাম্মোর মৃত্যু সম্পর্কে একজন বিক্ষোভকারী বলেন, ‘তাম্মো তার নিজ বাসভবনে যখন দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাত করছিলেন তখনই একদল মিলিশিয়া হামলা চালায়। মিলিশিয়ারা সাবিহা গ্রুপের সদস্য। কুর্দিশ জনগণ এই হত্যাকান্ডের ব্যাপারে খুবই রাগান্বিত। তাম্মোকে এর আগে আগস্ট মাসেও একবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল। ’
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১১