বেইজিং: চীনের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে নিজেদের শরীরে আগুন দিয়েছে দুই তিব্বতী সন্নাসী। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যম।
এই দুই সন্নাসীর মধ্যে তোঙগানের বয়স ১৮ এবং তেনজিনের বয়স ২০। শুক্রবার সিচুয়ান প্রদেশের আবা জেলায় তারা নিজেদের শরীরে আগুন লাগিয়ে দেয় বলে জানায় চীনা একটি বার্তা সংস্থা।
ওই দুই সন্নাসীদের উদ্ধার করা হয়েছে এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় আবা জেলার প্রশাসন।
এরা দুজনে পর্যায়ক্রমে চতুর্থ এবং পঞ্চম তিব্বতী সন্নাসী যারা চীনের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে নিজেদের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। গত দুই সপ্তাহে আবা জেলাতে আরও তিনজন সন্নাসী তাদের গায়ে আগুন দিয়ে মারা যায়।
প্রবাসী তিব্বতী প্রতিবাদকারী গ্রুপ অবশ্য আগুন লাগানো দুই সন্নাসীর ভিন্ন নাম বলে দাবি করছে। তাদের দাবি মতে ওই দুই সন্নাসীর নাম হলো- ১৯ বছর বয়সী চোয়েফেল এবং ১৮ বছর বয়সী কায়াং। তারা দুজনেই তাদের হাত জড়ো করে আগুন জালিয়ে দেয়।
স্বাধীন তিব্বতের দাবিতে অনেক বছর ধরেই আন্দোলন করে আসছে তিব্বতের সন্নাসীরা। কিন্তু সকল প্রতিবাদ অগ্রাহ্য করে চীন তাদের কার্যক্রম বরাবরের মতেই অব্যাহত রেখেছে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১১