ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পারভেজ মোশাররফের লবিস্ট নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১১
পারভেজ মোশাররফের লবিস্ট নিয়োগ

ওয়াশিংটন: পাকিস্তানের সাবেক সেনাপ্রধান পারভেজ মোশাররফ তার পক্ষে তদবির করার জন্য তদবিরকারী নিয়োগ করেছেন। সাবেক এই সেনাপ্রধান এখন উত্তর আমেরিকায় সফর করছেন।

এই সফর কালেই মোশাররফ তার হয়ে যুক্তরাষ্ট্রে তদবির করার জন্য মাসিক ২৫ হাজার ডলারের বিনিময়ে একটি তদবিরকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

চুক্তির কাগজের এক কপি পাকিস্তানভিত্তিক পত্রিকা ‘ডন’ সংগ্রহ করে। সেই চুক্তিপত্রে দেখা যায়, পারভেজ মোশাররফ সেপ্টেম্বরের ১ তারিখ যুক্তরাষ্ট্রের অ্যাডভান্টেজ অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

চুক্তিপত্রে তদবিরকারী প্রতিষ্ঠান সম্পর্কে বলা আছে, এই প্রতিষ্ঠানটি তার মক্কেলকে সরকারি, রাজনৈতিক এবং আন্তর্জাতিক ইস্যুতে সহায়তা করে থাকে। মোশাররফের পার্টির যুক্তরাষ্ট্র শাখার একজন গুরুত্বপূর্ণ সদস্য রাজা বোখারিও ওই প্রতিষ্ঠান থেকে সুবিধা পাবে।

ওই চুক্তিতে আরও বলা আছে, ‘এই চুক্তি বলে বোখারি এবং পারভেজ মোশাররফ যৌথভাবে সমান সুবিধা পাবে তদবিরকারী প্রতিষ্ঠান থেকে। ’

তদবিরকারী প্রতিষ্ঠানটি বোখারির সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রে পারভেজ মোশাররফের হয়ে স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে তদবির করবে। এছাড়াও প্রতিষ্ঠানটি পারভেজ মোশারফ সম্ভাব্য যেসব স্থান থেকে সুবিধা পেতে পারেন তাও খতিয়ে দেখবে এবং সহায়তা করবে।

চুক্তিটি শুরু হয়েছে সেপ্টেম্বরের ১ তারিখ এবং এর মেয়াদ শেষ হবে ২০১২ সালের মার্চ মাসের ৩০ তারিখ।

আর এই সুবিধা পেতে পারভেজ মোশাররফকে গুনতে হবে মোট এক লাখ ৭৫ হাজার ডলার। প্রতি মাসের শুরুর দিকেই মোশাররফকে দিয়ে দিতে হবে ২৫ হাজার ডলার। যদিও, শেষ দুই মাস এবং প্রথম মাসের অর্থ মোট ৭৫ হাজার ডলার চুক্তির সঙ্গে সঙ্গেই দিতে হয়েছে তাকে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থিত মোশাররফের অফিস থেকে শুক্রবার এক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সম্পর্ককে অতিশয় খারাপ অভিহিত করে বলা হয়, আমরা অনুভব করি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হওয়া দরকার। এতে দুদেশেরই উপকার হবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।