এ নিয়ে বুধবার (২২ নভেম্বর) বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা। বৈঠকে ছিলেন সংশ্লিষ্ট শহরগুলোর শীর্ষ কর্মকর্তা, পুলিশ কমিশনার, রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্ব।
বৈঠক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানাচ্ছে, শীর্ষ পর্যায়ের এ বৈঠকে পুলিশি নজরদারি ও বেসরকারি উদ্যোগে সিসিটিভি ক্যামেরা বসানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপরাধপ্রবণ অঞ্চল চিহ্নিত করে রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, আহমেদাবাদ, লাখনৌ ও হায়দরাবাদে এই সিসিটিভি ফুটেজ স্থাপনের চিন্তা ভাবনা চলছে। এ সংক্রান্ত পরিকল্পনা নিরীক্ষা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানোর পরিকল্পনা গৃহীত হয়েছে বৈঠকে।
এছাড়া বৈঠকে থানায় নারীদের নিয়োগ, সাইবার অপরাধ রোধ, পরিকাঠামো উন্নয়ন, অপরাধপ্রবণ অঞ্চল চিহ্নিত করা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এইচএ/