বাসগুলোর পরীক্ষামূলক ব্যবহারের জন্য সরকার তিনটি কম ঘনবসতির স্থান বেছে নিচ্ছে।
সার্বিকভাবে ঘনবসতির সিঙ্গাপুরে এমন সার্ভিস চালু হলে কর্মক্ষম মানুষের অভাব যেমন দূর হবে তেমনি দ্রুত যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
পরিবহনমন্ত্রী খাও বুন ওয়ান বলেন, স্বয়ংক্রিয় বাস চালু হলে সড়কে যতায়াতে আরও নিশ্চয়তা বাড়বে। বিশেষ করে বয়স্ক এবং যেসব পরিবারে ছোট শিশু আছে তাদের বেশ উপকার হবে।
অন্তত ১০টি কোম্পানি দেশটিতে চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
এই ধরনের বাসকে ইলেকট্রিক বাসও বলা হয়ে থাকে। যা দুর্ঘটনা ছাড়াই চলতে পারবে; ফলে অধিক নিরাপদ। সিঙ্গাপুর যদি এই বাস নামাতে সক্ষম হয় তাহলে তারা এক্ষেত্রে অনেকের থেকে এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
আইএ