ঢাকা: আগামী কয়েক দিনের মধ্যে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ।
এর আগে সালেহ বেশ কয়েকবার পদত্যাগের ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেন।
সাধারণ মানুষ ও সরকারি সেনাবাহিনী থেকে দলত্যাগী সদস্যরা তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে রাস্তায় বিক্ষোভে নেমেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যস্থতায় তিনি এর আগে ক্ষমতা হস্তান্তর চুক্তি করতে চেয়েছিলেন। তবে শর্ত দেন, ক্ষমতা দেবেন ভাইস-প্রেসিডেন্টের কাছে এবং তাকে বিচারের মুখোমুখি করা যাবে না।
এদিকে, ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী জানিয়েছেন, সালেহ ক্ষমতায় থাকছেন না।
ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সালেহর ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। এতে সরে দাঁড়ানোর নির্দিষ্ট তারিখ ঘোষণা দেননি।
তিনি বলেন, ‘আমি ক্ষমতা প্রত্যাখ্যান করছি। এটা বলতেই থাকব। আগামী কোনো একদিন আমি ক্ষমতা ছেড়ে দেব। ’
বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১