ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইয়েমেনি প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১১
ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইয়েমেনি প্রেসিডেন্টের

ঢাকা: আগামী কয়েক দিনের মধ্যে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ।

এর আগে সালেহ বেশ কয়েকবার পদত্যাগের ঘোষণা দিয়ে শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেন।

গত মাসে সৌদি আরবে চিকিৎসা শেষে তিনি আকস্মিকভাবে ইয়েমেনে ফেরেন। গত জুনে বিক্ষোভকারীদের হামলায় তিনি আহত হন।

সাধারণ মানুষ ও সরকারি সেনাবাহিনী থেকে দলত্যাগী সদস্যরা তার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে রাস্তায় বিক্ষোভে নেমেছে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যস্থতায় তিনি এর আগে ক্ষমতা হস্তান্তর চুক্তি করতে চেয়েছিলেন। তবে শর্ত দেন, ক্ষমতা দেবেন ভাইস-প্রেসিডেন্টের কাছে এবং তাকে বিচারের মুখোমুখি করা যাবে না।

এদিকে, ইয়েমেনের উপ-তথ্যমন্ত্রী জানিয়েছেন, সালেহ ক্ষমতায় থাকছেন না।

ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে সালেহর ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। এতে সরে দাঁড়ানোর নির্দিষ্ট তারিখ ঘোষণা দেননি।

তিনি বলেন, ‘আমি ক্ষমতা প্রত্যাখ্যান করছি। এটা বলতেই থাকব। আগামী কোনো একদিন আমি ক্ষমতা ছেড়ে দেব। ’

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।