এই বিয়ের দাওয়াতে অংশ নিতে ছুটি চাইছেন রাজ্যের বিধানসভার সদস্যরাও (বিধায়ক)। বিধানসভার স্পিকার কোডেলা শিবপ্রসাদ রাও মঞ্জুরও করছেন সেসব ছুটির আবেদন।
শুক্রবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগে থেকেই ১৭৬ আসনবিশিষ্ট বিধানসভার বিরোধীদল যুবজন শ্রমিক রিঠু কংগ্রেসের ৬৭ বিধায়ক অধিবেশন বয়কট করে আসছেন। এরমধ্যে ক্ষমতাসীন দল তেলুগু দেশম পার্টিরও শতাধিক বিধায়ক ছুটি পেয়ে যাওয়ায় আগামী দুই কর্মদিবস ফাঁকা থাকবে বিধানসভার অধিবেশনকক্ষ।
এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচকদের অনেকেই বলতে শুরু করেছেন, গত বছর যে বিধায়কদের মাসিক বেতন ৯৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার রুপি করা হয়, যাদের কাঁধে রাজ্যের উন্নয়নের গুরুদায়িত্ব, তারা কীভাবে গণহারে ছুটি নিতে পারেন!
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এইচএ/