ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইংল্যান্ডে চোরাই গাড়ি দুর্ঘটনায় ৩ শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
ইংল্যান্ডে চোরাই গাড়ি দুর্ঘটনায় ৩ শিশুসহ নিহত ৫ গাড়ির ধাক্কায় গাছের দশা। ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের লিডস শহরে একটি চোরাই গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। যাদের মধ্যে তিনজনই শিশু। ব্যক্তিগত গাড়িটি চোরাই ছিল বলে জানাচ্ছে পুলিশ।

স্থানীয় সময় শনিবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের মিনউড এলাকার স্টোনগেট রোডে বেপরোয়া গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, নিহত তিন শিশুর মধ্যে একজনের বয়স ১২ বছর, আর দু’জনের বয়স ১৫ বছর।

বাকি দু’জনের বয়স ২৪ ও ২৮ বছর। এ ঘটনায় ১৫ বছর বয়সী দুই শিশুকে আটক করা হয়েছে।

পুলিশের একজন মুখপাত্র জানান, রেনল্ট ক্লিও মডেলের সুপারমিনি কারটির মধ্যেই নিহত ও আটক সাতজন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এজন্য তদন্ত চলছে। পুরো সড়ক এখনও বন্ধ রাখা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশের বড় দুর্ঘটনায় দায়িত্ব পালন করে আসা বিশেষ টিম।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।