ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীন মিথ্যার ওপর দাড়িয়ে: দালাইলামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১১
চীন মিথ্যার ওপর দাড়িয়ে: দালাইলামা

ধর্মশালা: চীনের ভিত্তিই মিথ্যার ওপর দাড়িয়ে আছে এবং চীনের নেতারা হলেন ভন্ড। ভিসা সমস্যার কারণে দালাইলামা দক্ষিণ আফ্রিকায় যেতে না পারায় আর্চবিশপ ডেসমন্ড তুতু’র সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি একথা বলেন।



ডেসমন্ড তুতু’র ৮০তম জন্মদিন পালনে অভিনন্দন জানাতে দালাইলামা তাকে ভিডিও কল করেন। প্রায় এক ঘণ্টা ব্যাপী আলাপে এই দুই বন্ধু পারস্পরিক স্বাস্থ্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তারা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েও আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে দালাইলামাকে নিয়ে চীনের এতো ভয়ের কী কারন তা জানতে চান তুতু। উত্তরে দালাইলামা বলেন, ‘কমিউনিস্ট অপপ্রচার আমাকে দানব হিসেবে আখ্যায়িত করেছে। ’

এছাড়াও দালাইলামা চীনের কমিউনিস্ট নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, ‘মিথ্যা, ভন্ডামি আর অসততা তাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আর তাই তারা যখন দেখে কেউ সত্য কথা বলছে, সৎ জীবন যাপন করছে এবং স্বচ্ছতার চর্চা করছে সেটা তাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। ’

দালাইলামা আরও বলেন, ‘চীনা জনগণের বোঝা উচিৎ নিয়ন্ত্রন করা অনৈতিক। চীনের আবারও পুনর্গঠন হওয়া দরকার। আন্তর্জাতিক নিয়মনীতি মেনে তাদের এগুনো উচিত। ’

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।