ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জিয়াং জেমিন মরেননি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১১
জিয়াং জেমিন মরেননি

বেইজিং: হঠাৎ টেলিভিশনের পর্দায় এসে সবাইকে হতভম্ব করে দিলেন তিনি। এতোদিন সবাই তাকে মৃত বলেই জানত।



চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনকে রোববার দেশটির একটি টিভি চ্যানেলের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে দেখা যায়। গত জুলাইয়ে তার মৃত্যুর গুজব রটে। অনেকের ধারণা ছিল তিনি আর বেঁচে নেই।
 
সাবেক প্রেসিডেন্ট জিয়াংকে চীনের রাজনীতিতে এখনও বেশ প্রভাবশালী ব্যক্তি বলে মনে করা হয়। চীনা রাজতন্ত্রের পতনের শতবার্ষিকীতে অন্য নেতাদের সঙ্গে টিভিতে তাকে দেখা গেছে।

এসময়, ৮৫ বছর বয়সী জিয়াংকে খুব দূর্বল দেখাচ্ছিল। টিভির সরাসরি সম্প্রচারে তাকে তার পরবর্তী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে আলাপ করতে দেখা যায়।

গত জুলাইয়ে হংকংয়ের একটি টেলিভিশন জিয়াং জেমিনের মৃত্যুর খবর প্রচার করে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর অস্বীকার করে।

১৯৮৯ সালে তিয়ানআনমেন ট্রাজেডির পর প্রেসিডেন্টের দায়িত্ব নেন তিনি। পরে ২০০২ সালে হু জিনতাওয়ের হাতে ক্ষমতা হস্তান্তর করের জিয়াং।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।