ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিয়ানমারে পোপ, কথা বলবেন সু চি ও সেনাপ্রধানের সঙ্গে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
মিয়ানমারে পোপ, কথা বলবেন সু চি ও সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমারে পৌঁছালে পোপ ফ্রান্সিসকে শুভেচ্ছা জানাচ্ছে এক শিশু

তিনদিনের সফরে মিয়ানমারে পৌঁছেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইয়ানগুনে অবতরণ করে। এ সময় হাজারো মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়ে স্বাগত জানান।

পোপ গাড়ি থেকে তাদের উদ্দেশ্যে হাত নাড়ান; শুভেচ্ছা বিনিময় করেন।

পোপ ফ্রান্সিস এমন সময় মিয়ানমারে গেলেন যখন রোহিঙ্গাদের ‘জাতিগত নিধনে’ সারাবিশ্বেই নিন্দার ঝড়।

মিয়ানমার সফরে দেশটির দেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতার সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ। যার মধ্যে স্টেট কাউন্সেলর অং সান সু চিসহ রয়েছেন সেনাপ্রধান।

এরপর বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আসবেন বাংলাদেশে।

রওয়ানা দেওয়ার সময় তিনি বলেছিলেন, মিয়ানমার এবং বাংলাদেশ সফরে যাচ্ছি। সবার মাঝে বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে চাই।  

চলতি বছরের ২৪ আগস্টের পর থেকে রাখাইন রাজ্যে অব্যাহত অত্যাচারে এখন পর্যন্ত পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা সাত লাখের বেশি বলে জাতিসংঘ জানাচ্ছে। বেসরকারি হিসেবে সংখ্যাটা আরও লাখ খানেক বেশি। এছাড়া আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারে থাকেন। এতে মোট রোহিঙ্গা সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।