মিলান: ইতালির উত্তরাঞ্চলীয় শহর মিলানে এখন থেকে প্রতি রোববার ১০ ঘণ্টার জন্য কোনো গাড়ি চলবে না। ধোয়াশা কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় মিলান কর্তৃপক্ষ।
২০০৭ সালে প্রথমবারের মতো একবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেসময় দূষণ কমানোর জন্য ১২দিন বন্ধ ছিল সকল গাড়ি।
বায়ু দূষণে ইউরোপের অন্যান্য শহরগুলোর মধ্যে মিলান অন্যতম। দেশটির কুরিয়ার দেল্লা সেরা পত্রিকায় বলা হয়, আনুমানিক এক লাখ ২০ হাজার গাড়ি এসময় বন্ধ থাকবে।
অবশ্য গত মঙ্গলবার থেকেই বেশি দূষনের জন্য দায়ী গাড়িগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু রোববার থেকে সকাল আটটা থেকে পরবর্তী দশ ঘণ্টা পর্যন্ত সব ধরনের মোটর চালিত যানবাহন বন্ধ থাকবে।
যদিও এই নিষেধাজ্ঞায় মোটেও খুশি নয় মিলানের পরিবেশবাদীরা। তাদের দাবি, দূষণ কমাতে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলার কোনো কারণ নেই। মোটরচালিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নতুন আইন প্রনয়ণ করা যেতে পারে, যাতে করে মানুষ সচেতন হতে পারে। একদিন গাড়ি বন্ধ করে দূষণ কমানো যাবে না।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১