ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ার অবৈধ অভিবাসী শিক্ষার্থীরাও অনুদান পাবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১১
ক্যালিফোর্নিয়ার অবৈধ অভিবাসী শিক্ষার্থীরাও অনুদান পাবে

ক্যালিফোর্নিয়া: ক্যালিফোর্নিয়ায় অবৈধ অভিবাসীদের সন্তানরা এখন থেকে অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ বৃত্তি ও অনুদানের জন্য আবেদন করতে পাবেন।

গত শনিবার অঙ্গরাজ্যটির গভর্নর জেরি ব্রাউন এ সংক্রান্ত একটি আইনে সই করেছেন।

২০১৩ সালের জানুয়ারিতে আইনটি কার্যকর হবে।

‘ক্যালিফোর্নিয়া ড্রিম অ্যাক্ট’ নামের ওই আইনের সমর্থকরা গভর্নরের এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এতে ক্যালিফোর্নিয়া অর্থনৈতিকভাবে লাভবান হবে।

তবে সমালোচকরা বলছেন, এতে করে যুক্তরাষ্ট্রে যারা যথাযথ কাগজ-পত্র না নিয়েই এসেছে তাদের ছাড় দেওয়া হবে।

ডেমোক্র্যাট দলের নেতা গভর্নর ব্রাউন বলেন, ‘এর ফলে ভাল ছাত্রদের জীবনমান উন্নয়নের মাধ্যমে অঙ্গরাজ্যও লাভবান হবে। ’

সমালোচকরা বলছেন, বৈধ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থ অবৈধ অভিবাসীরাও পাওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে অবৈধ অভিবাসন উৎসাহিত হবে।

এর আগে ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড সোয়ার্জনেগার এই আইনে সই করতে রাজি হননি।

ক্যালিফের্নিয়া অঙ্গরাজ্যের অর্থ বিভাগ জানিয়েছে, এ আইন কার্যকর হলে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা কর্মসূচির এক শতাংশ পরিমাণ প্রভাবিত হবে।

আইনটির ফলে নতুন করে আড়াই হাজার শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। এতে খরচ পড়বে এক কোটি ৪৫ লাখ ডলার। ওই কর্মসূচির মোট বরাদ্দ ১৪০ কোটি ডলার।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।