ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে গুলি, নিহত ৪

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে গুলি, নিহত ৪

পাকিস্তানের সিন্ধু প্রদেশের খায়েরপুর জেলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বের হওয়া সমাবেশে গুলিতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জশনে জুলুসের প্রস্তুতি মিছিলে এই ঘটনা ঘটে। ঘটনার পরপর পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে এবং নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, এ বিষয়ে আর বিশদ কোনো তথ্য তাদের কাছে আপাতত নেই।

মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে আগামী ১২ রবিউল আউয়াল; শনিবার (০২ ডিসেম্বর)। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। তারই অংশ হিসেবে জশনে জুলুস বের হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।