ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তর প্রদেশে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
উত্তর প্রদেশে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক নিহত

ভারতের উত্তর প্রদেশের কানপুরে দুর্বৃত্তের হামলায় রাজেশ মিশ্র (৪০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ কুমার জানান, রাজেশ এক দৈনিক পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই রাজেশের মৃত্যু হয়।  

নভেম্বর মাসে ভারতে এ নিয়ে দু্ইজন সাংবাদিক হত্যার ঘটনা ঘটলো।

গত ২১ নভেম্বর দুপুরে ত্রিপুরার রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আরকে নগরে টিএসআর’র দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে গুলি করে হত্যা করা হয়। এ সময় টিএসআর জওয়ানরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরআর
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।