ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
ইরানে ফের শক্তিশালী ভূমিকম্প ভূমিকম্প

ইরানে ফের ভূমিকম্প। দেশটির পূর্বাঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (০১ ডিসেম্বর) ভোরে কেরমান প্রদেশে ভূমিকম্পগুলো আঘাত হানে। রিখাটার স্কেলে যেটি ছিল ছয় মাত্রার।

এরপর পাঁচ ও পাঁচ দশমিক এক মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।  তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, কেরমান শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটির কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি।  

কেরমান শহরটি জনবহুল। এখানে আট লাখ ২১ হাজার মানুষের বাস।

এর আগে গত ১০ নভেম্বর (শুক্রবার) রাত ৯টা ১৮ মিনিটে ইরানের উত্তরাঞ্চলের কারমানশাহ প্রদেশের ইরাক সীমান্ত এলাকায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইরাকের রাজধানী বাগদাদ, প্রতিবেশী পাকিস্তান, কুয়েত ও ইসরায়েলে সেটি টের পাওয়া যায়। মারা যান প্রায় ৪শ জন মানুষ। আহতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।