ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিসর সংঘর্ষ: দেশবাসীকে শান্ত থাকার আহবান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১
মিসর সংঘর্ষ: দেশবাসীকে শান্ত থাকার আহবান প্রধানমন্ত্রীর

কায়রো: মিসরে কপটিক খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা পরবর্তীতে সবাইকে শান্ত থাকার আহবান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এশাম শরাফ।

গত সপ্তাহে আসওয়ান প্রদেশে একটি চার্চে হামলার ঘটনায় কপটিক খ্রিস্টানদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর ভয়াবহ সংঘর্ষ বাঁধে।



দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে জানানো হয়, এ সংঘর্ষে অন্তত ২৪জন মানুষ নিহত এবং দুইশ ১২জন আহত হয়েছেন।

তবে সেনাবাহিনীর মুখপাত্র হিশাম শিহা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘নিহতদের মধ্যে অন্তত ৮৬জন নিরাপত্তা বাহিনীর সদস্য।

প্রধানমন্ত্রী এশান শরাফ বলেন, ‘মিসরের খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে সংঘর্ষ মানে দেশের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলা। ’

ঘটনা নিয়ন্ত্রনে জরুরী ভিত্তিতে মন্ত্রীসভার সভা আহবান করা হয়েছে।

কায়রো অবস্থানরত একজন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জানান, ‘জাতীয় ঐক্যের জন্য মিসরের মন্ত্রী এবং সেনাবহিনীর ওপর চাপ অব্যাহত রয়েছে। ’

কায়রোতে জারিকৃত সান্ধ্যকালীন কার্ফিউ আপাতত শিথিল করা হয়েছে।

ইতোমধ্যেই প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তার পরিদর্শনকালীন সময়ে প্রতিবাদকারীরা দেশ থেকে সেনাবাহিনী শাসকদের প্রত্যাহার দাবি করেন।

রোববার প্রধানমন্ত্রী টেলিভিশন বার্তায় আরও বলেন, ‘জাতীয় ঐক্য এবং নিরাপত্তা ব্যবস্থার জন্য সবচেয়ে বড় হুমকি এই ঘটনা। প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলে এমন ঘটনা ঘটেছিল। সেসময় এমনই ঘটনার জের ধরেই সেনাবহিনী এবং জনসাধারণের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ’

সেসময় টেলিভিশনে প্রচারিত সংবাদে দেখা যায়, প্রতিবাদরত বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে। একই সঙ্গে কপটিক হাসপাতালের সামনে অনেক আহতদের পরে থাকতে দেখা গেছে।

মিসরের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ হলো কপটিকরা। দীর্ঘদিন ধরেই তারা দাবি করে আসছে, সেনাবহিনী এবং সরকার খ্রিস্টান নিধনে তাদের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।