মেকং: চীনের মেকং নদীতে সন্দেহজনক মাদক চোরাচালানীদের হাতে ১৩জন চীনা নাবিক নিহত হয়েছে। চীনা বার্তাসংস্থা সিনহুয়া এ খবর জানায়।
চীনের বার্তাসংস্থা সিনহুয়া আরও জানায়, ‘গত বুধবার থাইল্যান্ডের উত্তরের চিয়াং রাই অঞ্চলে দুটি কার্গো জাহাজ আটক করা হয়। সেসময় কার্গো দুটো থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়। অপর একটি মৃতদেহ একই এলাকায় সোমবার পাওয়া যায়। ’
সংবাদ মাধ্যমটি আরও জানায়, ‘উদ্ধারকৃত মৃতদেহগুলোর গায়ে গুলি এবং আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। নিহতদের মধ্যে দুইজন নারী সদস্যও ছিল। ’
বার্তা সংস্থাটি থাই সেনাবাহিনীর বরাত দিয়ে জানায়, ‘সন্দেহজনক মাদক চোরাচালানী নর খাম এই ঘটনার পেছনে থাকতে পারে। এই সন্ত্রাসী গ্রুপটি বিভিন্ন সময়ে জাহাজ আটক করে মুক্তিপণ দাবি করেছে বলে অভিযোগ আছে। সন্দেহ করা হচ্ছে, মৃত নাবিকরা অর্থ দিতে অপারগতা প্রকাশ করায় তাদের হত্যা করা হয়েছে। ’
মিয়ানমার,লাওস এবং থাইল্যান্ডের সীমন্তবর্তী অঞ্চলকে বলা হয় মাদক চোরাচালানির স্বর্গ। আর তাই এই অঞ্চলকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই পথেই হেরোইন এবং অন্যান্য মাদক পাচার করা হয়।
গত এপ্রিল মাসেও ৩৪জন নাবিক নিয়ে একটি জাহাজ জলদস্যুরা আটক করে। কিন্তু পরবর্তীতে যদিও তাদের মোটা মুক্তিপণের মাধ্যমে উদ্ধার করে আনা হয়।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১