সানা: সিরিয়ার সেনাবহিনীর হাতে সোমবার অন্তত ৩১ জন বেসামরিক নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির বিক্ষোভকারীরা।
তবে যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, নিহতদের মধ্যে ১৪জন বেসামরিক এবং ১৭জন নিরাপত্তা বাহিনীর সদস্য।
প্রতিবাদকারীরা জানায়, ‘সিরিয়ার হোমস শহরে সাতজন বেসামরিক নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য বিক্ষোভকারীদের ওপর গুলি চালাতে না চাইলে অপর সেনাসদস্যরা তাদের ওপর গুলি করে। ’
তবে বিক্ষোভকারীদের এই তথ্য এখনও যাচাই করা যায়নি।
হোমসের স্থানীয় সমন্বয় কমিটি বলছে, ‘হোমসের বিভিন্ন স্থানে ভারি গোলা এবং গুলি বর্ষণ করা হচ্ছে। শহরের অনেক ঘর-বাড়িই ধ্বংস হয়ে গেছে। ’
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১