কাবুল: আফগান সীমান্ত অতিক্রমকালে পাকিস্তান সেনাবাহিনীর হাতে ৩০ জঙ্গি নিহত হয়েছে। সোমবার পাকিস্তান সেনাবহিনী কর্তৃপক্ষ এ খবরের সত্যতা নিশ্চিত করেছে।
রোববার রাতে প্রায় ২০০ জনের একটি জঙ্গি দল সীমান্ত অতিক্রম করতে চাইলে পাকিস্তান সেনাবহিনীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। এসময় ৩০জন নিহত হলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
সংঘর্ষের ঘটনায় একজন পাকিস্তানী সৈন্য নিহত এবং চারজন আহত হয়েছে। তবে কর্মকর্তারা বলছে, নিহত জঙ্গিদের সংখ্যা এখনও সঠিক করে বলা যাচ্ছে না। মৃতের সংখ্যা বাড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ‘আপার দির অঞ্চলের বারাওয়াল এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানি সেনারা জঙ্গিদের ওপর হামলা চালায়। ’
সেপ্টেম্বরের ২০ তারিখের পর থেকেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক তিক্ততার চরমে পৌঁছেছে। কাবুলের গভর্নর হত্যাকান্ডের ঘটনায় আফগানিস্তান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’কে দায়ী করছে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১