স্টকহোম: অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিনী টমাস সার্জেন্ট এবং ক্রিস্টোফার সিমস। সামষ্টিক অর্থনীতির কার্যকারণের প্রায়োগিক দিক নিয়ে গবেষণার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়।
নোবেল কমিটি জানায়, তারা এমন একটি পদ্ধতির উদ্ভাবন করেছেন যার মাধ্যমে সুদের হারের অস্থায়ী বৃদ্ধি এবং কর হ্রাস অর্থনীতির প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির ওপর কীভাবে প্রভাব ফেলে- এরকম প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায়।
নোবলজয়ী দুজনেই ৬৮ বছর বয়সী।
সার্জেন্ট নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিমস প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক।
পুরস্কার বিজয়ীদের হাতে আগামী ডিসেম্বরের ১০ তারিখ পুরস্কার তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১১